কেষ্টপুর এখন ডিজিটাল ওয়ার্ডে পরিণত হচ্ছে।

 

নিজস্ব সংবাদ দাতা: কেষ্টপুর কে ডিজিটাল ওয়ার্ডে পরিণত করতে চলেছেন কেষ্টপুর 24 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তথা 4  নম্বর বোরো চেয়ারম্যান মনিশ মুখার্জি। ভোটে জেতার পর পরই একটি বড় পদক্ষেপ নিলেন নবনির্বাচিত কাউন্সিলর। "এবার থেকে 24 নম্বর ওয়ার্ডে 24 ঘন্টায় জনসেবা পাওয়া যাবে বলে ঘোষণা করলেন" মনিশ বাবু একটি লিখিত অঙ্গীকারপত্র ও শুভেচ্ছা বার্তা দিলেন নিজো ওয়ার্ডের নাগরিকদের। মিষ্টির প্যাকেট সহ পৌঁছে দিলেন সেই বিশেষ লিখিত অঙ্গীকারপত্র ও শুভেচ্ছা বার্তা কেষ্টপুরের নিজ ওয়ার্ড অঞ্চলের বাসিন্দাদের দুয়ারে।

সঙ্গে চলছে ফোন নম্বর সংগ্রহ ওয়ার্ডের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের। এই লিস্টে রয়েছেন - মাস্টারমশাই, ডাক্তার বাবু , উকিল ও নার্স সহ আরও বিশেষ বিশেষ সমাজসেবী গণ। এইসব ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন।

এখানকার ছাত্র সমাজকে নিয়ে একটি বিশেষ চিন্তাভাবনা করছেন তিনি। 

24 নম্বর ওয়ার্ডটি কোন বিপদের সম্মুখীন হলে এইসব ব্যক্তিদেরকে কাজে লাগানোর চিন্তাভাবনা করছেন তিনি। নাগরিকগণ কে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য শুভেচ্ছাপত্রে মনীশ বাবুর নিজস্ব ফোন নম্বরসহ দলীয় আরো তিনজন বিশিষ্ট ব্যক্তির ফোন নম্বর দিয়েছেন তিনি।নাগরিকরা কোন সমস্যার সম্মুখীন হলেই সরাসরি যোগাযোগ করতে পারবেন কাউন্সিলর বাবুর সাথে ও উনার টিমের  সাথে । 

একইসঙ্গে কাউন্সিলর বাবু তার শুভেচ্ছা বার্তায় দায়বদ্ধতার স্বীকার করে জানিয়েছেন যে 'জনপ্রতিনিধি হিসাবে আগামী পাঁচ বছর প্রতিক্ষণে আপনাদের পাশে থাকার আপনাদের উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আমার দায়বদ্ধতা স্বীকার ও অঙ্গীকার করছি। শুধু তাই নয়, আমি নির্বাচনের আগে আপনাদের দেওয়া প্রতিশ্রুতি মতো ২৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের প্রতিটি নাগরিকের জন্য ২৪ ঘন্টা যে কোন প্রকার জনসেবায় নিয়োজিত থাকব। আমার উপর আস্থা ও ভরসা রাখবেন’। 

কেষ্টপুর এর 24 নম্বর ওয়ার্ডের মানুষও উনাকে আপন করে নিয়েছেন। নাগরিকদের এখন অধীর অপেক্ষা যে এই কাজটি কবে থেকে শুরু হবে! 

 

মন্তব্যসমূহ